রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বিএইটিইর কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের চেয়ারম্যান হলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আর কবির
সংবাদ বিজ্ঞপ্তি ॥

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম আর কবির সম্প্রতি বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (কিউএসি)-এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর বিএইটিইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এএফএম সাইফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। অফিস আদেশে আরও তিনজনকে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক আজাদ খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আরশাদ এম চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যেসব প্রোগ্রাম পরিচালিত হয় সেসব প্রোগ্রামকে উচ্চশিক্ষার গুণগত মান ও অন্যান্য শর্তের বিচারে স্বীকৃতি প্রদান করে থাকে বার্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই)। এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. এম আর কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ।

অন্যদিকে অধ্যাপক ড. এমআর কবির জানিয়েছেন, নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়