প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আমি মোঃ ইউনুস পাটোয়ারী জুয়েল, সাং রেলওয়ে কাচ্চা কলোনী ০৭ নং ওয়ার্ড বর্তমানে বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর ক্যারেজ ডিপো-এসএস ফিটার পদে কর্মরত আছি। গত ২০ সেপ্টেম্বর দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকায় ‘সর্ষের ভেতর ভূত। রেলওয়ের ফিশপ্লেট উদ্ধার ॥ আটক ২’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি উক্ত সংবাদটির একাংশের প্রতিবাদ জানাই। এখানে আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করা হয়। আমি বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী হিসেবে রেলওয়ে সম্পদ ও মালামাল রক্ষা করা আমার নৈতিক কর্তব্য এবং আমি সব সময় আমার কর্তব্য পালনে বদ্ধপরিকর। আমি বিভিন্ন সামাজিক, ধর্মীয় রাজনৈতক সংগঠনের সাথে জড়িত এবং ৭ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি পদে কর্তব্য পালন করছি। এছাড়া রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র ও কতিপয় অসাধু ব্যক্তি রেলওয়ের ফিশ প্লেট চুরির আসামীদের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে মর্মে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের ব্যবস্থা করে। প্রকৃতপক্ষে আমি অন্যায়ের প্রতিবাদকারী। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের একাংশের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃতপক্ষে আমি এহেন কার্যকলাপের সাথে জড়িত নই এবং বিগত দিনেও এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না।
-মোঃ ইউনুছ পাটওয়ারী (জুয়েল)
জিডি-৫৫৬/২১