শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদ্‌যাপন
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সোহাগ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ রহমত উল্লাহ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন মেসার্স জনকল্যাণ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী ও এরিয়া ম্যানেজার জহিরুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মামুন।

দিবসটি পালনের লক্ষ্যে বিকেলে অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এগুলো হচ্ছে : শাহরাস্তি উপজেলার ইঞ্জিনিয়ারদের এক প্লাটফর্মে এসে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা, চাকুরির ক্ষেত্রে সহযোগিতা করা, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের সুপরামর্শ ও অসহায়দের আর্থিকভাবে সহায়তা করা ও ইঞ্জিনিয়ারদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করা। সভায় জানানো হয়, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে শাহরাস্তি উপজেলার মানুষের জন্যে কাজ করে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়