শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মেঘনায় জেলের চাপ জালে ধরা পড়লো ১১টি বোয়াল মাছ
মিজানুর রহমান ॥

চাঁদপুর পুরাণবাজার মধ্য শ্রীরামদীর ইউছুফ মিজির চাপ জালে ধরা পড়েছে ছোট-বড় ১১টি বোয়াল মাছ। গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে বোয়াল মাছগুলো চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এরপর হাজী আব্দুল ওহাব মালের মৎস্য আড়তে এই বোয়াল মাছগুলো বিক্রি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাছঘাটের পাইকার রফিক মিয়া জানান, ৬শ’ ২৫ টাকা কেজি দরে মোট ২৭ কেজি বোয়াল মাছ ১৬ হাজার টাকার বিনিময়ে আমরা কিনে নিয়েছি।

এ ব্যাপারে নৌকার জেলে জুনাব আলী দেওয়ানের ছেলে শুক্কুর আলী জানান, প্রতিদিনের ন্যায় আমরা আজকেও চাপ জাল ফেলে নদীতে মাছ ধরছিলাম। পরে মেঘনার ইব্রাহীমপুরের নরহদ্দি নামক চর এলাকায় এক এক করে আমাদের জালে মোট ১১টি বোয়াল মাছ ধরা পড়ে। এই বোয়াল মাছ আগে পরে ২/৩টি করে পাওয়া যেতো। কিন্তু এবারই প্রথম একসাথে ১১টি বোয়াল মাছ পেয়ে আমরা খুশি।

এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের হাত ধরেই রাক্ষুসে জাতীয় মাছগুলোর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর সেজন্যই নদীতে প্রচুর বোয়াল মাছ জেলেরা ধরতে পারছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়