প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে পাওনা টাকা পরিশোধ নিয়ে টালবাহানা করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একাধিক সালিসও হয়েছে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মুকবুল হোসেন তপাদার মতলব উত্তরের ফতেপুর রাঢ়ীকান্দীর বাসিন্দা, বর্তমানে শাহতলী বাজারের সাবেক ব্যাংক রোডে বসবাসকারী মোক্তার হোসেনের নিকট হতে ১২ লাখ ৭০ হাজার টাকা পান। এ নিয়ে কয়েকবার সালিসে টাকা দেয়ার সময় নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে মোক্তার হোসেন টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুনরায় সালিসে বসেন। মোক্তার হোসেন ৭ সেপ্টেম্বর ১২ লাখ ৭০ হাজার টাকার চেক আলহাজ্ব মুকবুল হোসেন তপাদারের নামে প্রদান করেন। কিন্তু একাউন্টে টাকা না থাকায় পরদিন ৮ সেপ্টেম্বর চেকটি ব্যাংক থেকে ডিজঅনার করা হয়।
এ নিয়ে মোক্তার হোসেনকে বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি নিয়ে সমাধান করা হবে বলে আর কোনো যোগাযোগ করেননি। টাকা না পেয়ে মুকবুল হোসেন তপাদার হতাশায় ভুগছেন।