শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে নিখোঁজ রায়হানের সন্ধানে পাগলপ্রায় তার বাবা জিতু তপাদার
এমরান হোসেন লিটন ॥

মোঃ রায়হান হোসেন (১৭), পিতা-মোঃ জিতু তপাদার, গ্রাম গাজীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর। রায়হান একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তার উচ্চতা ৫ ফুট। সে দিনমজুর জিতু তপাদারের একমাত্র সন্তান। রায়হান একজন প্রতিবন্ধী হলেও তার আচার-আচরণ ছিল খুব ভালো। সে এলাকার সকলের কাছে খুব স্নেহের মানুষ ছিলেন। সবাই তাকে আদর এবং স্নেহ করতো তার সুন্দর ব্যবহারের জন্যে। রায়হান খুব পশুপ্রেমী ছিল। গরুকে রায়হান খুব বেশি ভালোবাসতো। সে গত ঈদুল আজহার তিনদিন আগে ১৭ তারিখ অনুমান দুপুরের দিকে কাউকে কিছু না বলে কোথায় যেনো চলে যায়। তবে এলাকার অনেকের ধারণা ঈদের আগে ১৭ তারিখ যখন গরু ব্যবসায়ীরা গরুর পাল নিয়ে তাদের বাড়ির পাশ দিয়ে যায় তখন হয়তো সে গরুর পালের সাথে চলে গেছে।

অদ্যাবধি রায়হানের বাবা আত্মীয়-স্বজনসহ দেশের বিভিন্ন জেলায় রায়হানের খোঁজ নিয়েছেন। বিভিন্ন স্থানে তার ছবি দিয়ে দেয়ালে দেয়ালে হারানো বিজ্ঞপ্তি টানিয়েছেন এবং মাইকিং করেছেন। এছাড়া ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। যার নং-১১৫০/২৫-০৭-২১খ্রিঃ। দিনমজুর জিতু তপাদার তার একমাত্র বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে মোঃ রায়হানের সন্ধানে এখন পাগলের মতো হয়ে গেছেন। তিনি তার ছেলের সন্ধানে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। কেউ তার সন্ধান পেলে উপরোক্ত ঠিকানা অথবা ০১৭৮৫৬৫০৪২৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়