শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম।

গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় তিনি এ পরিদর্শন করেন। তাঁকে স্বাগত জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ।

পরিদর্শনকালে পরিদর্শক বিদ্যালয়টির রেকর্ড পর্যালোচনাক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীর পরিচালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনা মাহমারিতে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। সরকার তোমাদের কথা চিন্তা করে ও দেশকে এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। এখন তোমরা সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবে। তোমরা অন্যদের স্বাস্থ্যবিধি মানতে সহায়তা করবে। তাহলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবে না। নিজের সাথে সাথে অন্যদের প্রতিও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, চাঁদপুরের কৃতী সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মহোদয় শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন। করোনাকালেও তিনি সফলভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষিকা ফাহিমা জাহান, রাবেয়া বেগম, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মোঃ ফজলুল করিম খান, মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষাবোর্ডের পরিদর্শককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন শিক্ষাবোর্ডের পরিদর্শক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যরা।

জানা গেছে, এদিন কুমিল্লা শিক্ষাবোর্ডের উক্ত বিদ্যালয় পরিদর্শক চাঁদপুর সদরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলো হলো -চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়, পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়, হরিণা চালিতাতলী অ্যাডওয়ার্র্ড ইনস্টিটিউশন, বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী একাডেমী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়