প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার হেলাল আহমেদ (চেয়ার) মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা, অ্যাডঃ ইমদাদুল হক ও সহ-সম্পাদক গাজী মোস্তাক আহমেদ প্রমুখ।
আজ মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।
এ নির্বাচনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসরিন জাহান চৌধুরী। অপরজন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার হেলাল আহমেদ।