প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানচাষী মনু মিয়া জমাদারের পানের বরজে পানির প্রবেশ পথে বাধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছেন ২নং উত্তর আলগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মহজমপুর গ্রামের হাফিজুল মিজি ও তার ছেলে আবু তাহের মুরাদ, জিয়া বাদল গং। এ নিয়ে সৃষ্ট অসন্তোষের প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর দুপুরে হাফিজুল মিজি গং লাঠিসোটা নিয়ে মনুমিয়া জমদারের বাড়ির সামনে এসে গাল মন্দ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে উপস্থিত এলাকাবাসী উভয় পক্ষকে ঝগড়া না করার জন্য অনুরোধ করেন। পরে সবাই নিজ নিজ স্থানে চলে যান।
মনুমিয়া জমাদারের ছেলে রাসেল জমাদার আলমগীর জানান, আমাদের পানের বরজের পানি প্রবেশ পথে বাধ দিয়ে প্রায় ৫ লাখ টাকার পানের বরজ ধ্বংস করে প্রতিপক্ষ আমাদের বাড়ির সামনে এসে আমাদেরকে গালমন্দ করে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়ারানি করছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সরজমিনে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে বিচার করা হোক। এ ঘটনা সম্পর্কে সরজমিনে গেলে হাফিজুল মিজি ও তার ছেলেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।