প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥
কচুয়ায় ৫ কেজি গাঁজাসহ বোরহান উদ্দিন মোল্লা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিতারা ইউনিয়নের যোগিচাপর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী বোরহান ওই গ্রামের ওসমান মোল্লার পুত্র।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।