প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গত শনিবার ১১ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রক্তবিন্দু সমাজসেবা সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে।
রক্তবিন্দু সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল-আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক জেসমিন আক্তার, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির তালুকদার, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক শরীফ পাটোয়ারী ও বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মানিক ও মোঃ জাকারিয়া খানসহ রক্তবিন্দু সমাজসেবা সংস্থার নেতৃবৃন্দ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিগণ মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।