শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মানুষের সেবায় রক্তদান করা সাওয়াবের কাজ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

‘রক্তদানে বাঁচবে প্রাণ-করবো মোরা রক্তদান’ এ প্রাতিপাদ্য বিষয় নিয়ে হাইমচর উপজেলায় লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর কর্তৃক স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর শনিবার হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত মিলন মেলায় আলগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জিল্লুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও লিল্লহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোঃ মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান কবিরাজ, চাঁদপুর জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাও মোঃ আবদুর রহমান গাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট মোঃ রিয়াজ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলিশের বাড়ি চাঁদপুর রক্তদান সংস্থার মোঃ রুবেল হোসেন, পজিটিভ ঢাকা প্রতিনিধি রায়হাত হোসেন প্রমুখ। ব্লাড ডোনেশনের থিম সং পরিবেশন করেন মোহাম্মদ আলী হোসাইন ও তার সঙ্গী মোঃ গোলাম কিবরিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের কর্মীরা রোগীদের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন। মানুষের সেবায় রক্তদান করা সাওয়াবের কাজ। তিনি আরো বলেন, যুবকরা ভালো কাজ করলে তাদের উৎসাহ দিতে হয়। যুবকরা যে সমাজে ভালো কাজে অগ্রগামী সে সমাজ উন্নত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়