শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে হাতেনাতে ২ চোর আটক
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো বিক্রমপুরের দুই চোর। পরে উত্তম-মধ্যম দিয়ে জনতা তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটে শনিবার হাজীগঞ্জ কাপড়িয়া পট্টির দক্ষিণ মাথায় দিলদার কটেজের ৫ম তলায়। বিল্ডিংয়ের মালিক ফরহাদ পারভেজ জানান, পাঁচতলায় রুমের দরজা বন্ধ ছিলো। ভাড়াটিয়া বাসিন্দারা রুমের তালাবন্ধ করে ঢাকায় বেড়াতে যান। ঘটনার দিন চোর চক্র তালা ভেঙ্গে ওই রুমে ঢুকে চুরি করছিলো। এ সময় বাড়ির দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে চার দিক থেকে লোকজন ছুটে এসে দুই চোরকে আটক করে। একজন হাত ফসকে ছুটে পালিয়ে যায়। পরে দু’জনকে স্থানীয়রা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃত দুই চোর বিক্রমপুর টঙ্গিবাড়ি থানার সুমন হোসেন (৪২) ও বিক্রমপুর জেলার চড়পাড়া থানার লিটন হোসেন (৪৫)। পালিয়ে যাওয়া চোরের নাম অনিক। তার বাড়িও বিক্রমপুর। পালিয়ে যাওয়া অনিক হাজীগঞ্জে ফার্নিচারের দোকানে কাজ করে বলে জানায় চোর চক্র। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম হোসেন জানান, ৫ম তলা ভবনে চুরির ঘটনায় দু’জনকে আটক করেছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, আটককৃত দুই চোরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়