প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অন্যতম পরিচালক, হাজীগঞ্জের নারগিস ফুড প্যাভিলিয়নের পরিচালক রোটাঃ আওলাদ হোসেন প্রধানীয়ার (ছবিতে ডান থেকে দ্বিতীয় বড় মেয়ে নাহিদ সুলতানা রিয়া বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) থেকে ইঞ্জিনীয়ারিংয়ে এমএমই বিষয়ে কৃতিত্বের সাথে বিএসসি ও এমএসসি পাস করে স্কলারশিপ নিয়ে জার্মানিতে পিএইচডি করার সুযোগ লাভ করায় এবং ছোট মেয়ে নুসরাত সুলতানা ঈশা কুর্মিটোলা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তির জন্যে নির্বাচিত হওয়ায় চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অর্গানাইজিং ডে’র অনুষ্ঠানে তাকে গর্বিত পিতা হিসেবে গতকাল শনিবার বিকেলে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং উপহার প্রদান করা হয়। রোটাঃ আওলাদ হোসেন তাঁর মেধাবী দু মেয়ের জন্যে সকলের দোয়া চেয়েছেন।