শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ প্রেসক্লাবের দোয়ানুষ্ঠান
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও তাদের জীবিত এবং প্রয়াত স্বজনদের জন্যে দোয়ার আয়োজন করেছে উপজেলা প্রেসক্লাব।

গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর করোনা মহামারীর কারণে প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা কামালসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়া, সহ-সভাপতি জাকির হোসেন সাঈদ পাটওয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা ছাড়াও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানের শাশুড়ি, সদস্য রুহুল আমিন স্বপনের বোন ও ভগ্নীপতি, সদস্য আবদুল কাদিরের পিতা, এমরান হোসেন লিটনের ভগ্নিপতিসহ অনেকের আত্মীয় স্বজন মারা যান। তাদের রুহের মাগফেরাত কামনা এবং ক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থতার জন্যে দোয়ার আয়োজন করা হয়।

এই দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এম কে মানিক পাঠান, আমান উল্লা আমান, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তাফা কামাল, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য শিমুল হাসান, সদস্য আব্দুল কাদির, সদস্য মেহেদী হাসান, মামুন হোসাইন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন ওয়াপদা মসজিদের ইমাম হাফেজ জয়নাল আবেদিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়