শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

স্বর্ণালী দাস রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে
অনলাইন ডেস্ক

চাঁদপুরের মেয়ে স্বর্ণালী দাস ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীত বিভাগে মাস্টার্সে ফার্স্ট ক্লাস অর্জন করেছে। তিনি বাংলাদেশ থেকে ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রসঙ্গীতে উচ্চতর ডিগ্রির জন্যে ২০১৯-২০২১ শিক্ষাবর্ষে রবীন্দ্রভারতীতে ভর্তির সুযোগ পান। গভীর মনোনিবেশের সাথে গত দুই বছর রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীতের চর্চায় নিমগ্ন ছিলেন এবং করোনাকালীন সময়েও তাদের প্রশিক্ষণ কার্যক্রম থেমে থাকেনি। গত সপ্তাহে চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে স্বর্ণালীর কৃতিত্ব প্রকাশ পায়। স্বর্ণালী দাস ফার্স্ট ক্লাস পেয়ে সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান অধিকার করেছেন। ইতোপূর্বে স্বর্ণালী চাঁদপুর সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি চাঁদপুরের রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক রফিক আহমেদ মিন্টুর ছাত্রী এবং আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের শিক্ষক ও শিল্পী। ইতোপূর্বে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বাংলাদেশ থেকেও জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণালী দাস ১ম স্থান অর্জন করেন। স্বর্ণালীর বাবা সুভাষ দাস অবসরপাপ্ত কৃষি কর্মকর্তা ও মা মীরা দাস একজন সুগৃহিণী। তারা চাঁদপুর শহরের পুরাণবাজারে বসবাস করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়