প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি সেবা সহজীকরণ ও জনবান্ধব করতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা এবং ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে বাংলাদেশের ভূমি সেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ভূমি সেবা সহজীকরণ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের পথে এটি এক মাইলফলক। এখন থেকে ভূমি মালিকগণ সহজেই ঘরে বসে অনলাইনে তাদের কাক্সিক্ষত সেবা পাবেন। একই সাথে অনলাইনে ভূমি বিষয়ক তথ্যের অবাধ সহজলভ্যতার কারণে অহেতুক মামলা-মোকদ্দমাও হ্রাস পাবে বলে আশা করা যায়।