প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ আশ্রাফ বেপারী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগতপুর বাজার এলাকায় বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনুর রশিদ সরকার ও এএসআই রামু চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে জগতপুর বাজারে বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে মাদারীপুর জেলার পশ্চিম খাঁন দলি গ্রামের মৃত জাবেদ আলী বেপারীর ছেলে আশ্রাফ বেপারীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। একই দিন কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা নং ০৬।