শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

পাপ্পু মাহমুদ ॥
হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

হাজীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবুর উপস্থাপনায় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম। এরপর পরিচিতি শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংবর্ধিত প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি হাছান মাহমুদ, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরী সদস্য এনায়েত মজুমদার প্রমুখ।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম মুন্সী, ৩নং ওয়ার্ডের কমিশনার জিসান আহমেদ সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক আলমগীর কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরি সদস্য মহিউদ্দিন আল আজাদ, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দারসহ অন্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. ইমামুল হাসান হেলাল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু নোমান রিয়াজ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মহিউদ্দিনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়