প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে লক্ষ্মীপুর ইউনিয়নে
শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ
চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ, ২০২৩-২৪)’র আওতায় ‘শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পীর বাদশা মিয়া সপ্রাবি হলরুমে এই নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন প্রদান করেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর নিরাপদ খাদ্য অফিসার মোঃ আরিফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পীর বাদশা মিয়া সপ্রাবির প্রধান শিক্ষক নূরজাহান বেগম প্রমুখ।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে বক্তাগণ বিস্তর আলোকপাত করেন।
এসময় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন।