প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মধুসূদন হাইস্কুলের শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ দেবনাথের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে এই স্কুলেরই শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টার সময় স্কুলের নতুন ভবনের পাশে রয়েজ রোড সড়কে এ কর্মসূচি পালন করে তারা। তাদের অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রদেরকে অনেক হয়রানি করছেন। যদি কোনো ছাত্র তার কোচিং সেন্টারে না পড়ে, তাহলে নাকি সেই ছাত্র পাস করবে না। তিনি ছাত্রদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছেন এবং এক ছাত্রীকে হেনস্তাও করেন। এসব নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরাসহ শিক্ষার্থী ও অভিভাবকদের একটা অংশ ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষকের পদত্যাগ দাবি করেন। তারা প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগও করেন। এ ব্যাপারে তদন্ত করে এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত হয়।