প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বন্যার্তদের মাঝে ফ্রী হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান
চাঁদপুর জেলাসহ সারাদেশে আকস্মিক বন্যা শুরু হওয়ার প্রথম থেকেই বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ফ্রী হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এজন্যে ফ্রী হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ মোঃ শিবলী রহমান শাওন, ডাঃ আশরাফুল হক ও ডাঃ মোঃ আলী হোসেন মুন্সী। শাহরাস্তি উপজেলার হাটপাড়, বিজয়পুর, দেলনাসহ প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার কারণে এই ক্যাম্প পরিচালনা করা হয়। দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, বন্যা কবলিত এলাকায় দূষিত পানির প্রভাবে মানুষের মাঝে চুলকানি, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রায় এক হাজার এমন রোগীর মাঝে হোমিওপ্যাথিক ঔষধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়। ইতিপূর্বে নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায়ও মানুষের মাঝে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ফ্রী হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবার কার্যক্রম অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানান।