প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের ত্রাণ তৎপরতা
ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদ। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে সেকদীতে ত্রাণ বিতরণে অংশ নেন নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ গাজীর নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন সাবেক জাতীয় ফুটবলার বোরহান খান, ডাঃ কাজল, অধ্যাপক সাইফুল ইসলাম সহ সংগঠন অন্য নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে হাইমচরে বন্যা দুর্গতদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে হাইমচর, ফরিদগঞ্জ, শাহরাস্তি সহ বন্যা দুর্গত বিভিন্ন স্থানে তাদের এই ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সাধারণ সম্পাদক জানিয়েছেন ।