প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
অফিস পরিদর্শনে ফরিদগঞ্জ পৌর প্রশাসক
ফরিদগঞ্জ পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক এআরএম জাহিদ হাসান আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি অফিসে এলে পৌর পরিষদের পক্ষে পৌর নিবার্হী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানসহ জনপ্রতনিধি এবং কর্মকর্তাও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি পৌরসভার প্রতিটি কক্ষে ঘুরে ঘুরে সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি পৌরসভাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মোঃ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের সকল পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়। একই সাথে পৌর প্রশাসক নিয়োগ করা হয়।