শনিবার, ০৮ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

ফরিদগঞ্জে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষার কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড, শহরের বাজার চত্বর, কোরোয়া মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।

এদিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মাঝে।

ফরিদগঞ্জ থানার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন জানান, কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে নেমেছে। শিক্ষার্থীরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। এতে অনেকটাই শৃঙ্খলা মেনে যান চলাচল করছে।

কার-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আবু তাহের বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেখানে আমাদেরও দায়িত্ব রয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল চালককে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোথায়ও কোনো চাঁদাবাজি বা দুর্নীতি হলে সাথে সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন তিনি।

এ সময় শিক্ষার্থী মাহবুব রাব্বানী, নাইমুল হাসান পিয়াল, রেহাজ আহমেদ, মোঃ হামিম, আবির হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়