প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০০:০০
সনাতন ধর্মাবলম্বীদের জামাইষষ্ঠী উৎসব
উৎসবমুখী সনাতন ধর্মাবলম্বীদের ১২ মাসে তেরো পূজার যেমন প্রচলন আছে, তেমনি আছে তাদের নিজস্ব কিছু প্রথা। যা তারা পারিবারিকভাবে পালন করে থাকেন ধর্মীয় বিশ্বাস ও অনুভূতি নিয়ে। তেমনই একটি অনুষ্ঠান হলো জামাইষষ্ঠী, যা অরণ্যষষ্ঠী ব্রত নামেও পরিচিত।
গতকাল ১২ জুন বুধবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে এই অরণ্যষষ্ঠী ব্রত বা জামাইষষ্ঠী উৎসব পালন করেছেন মহানন্দে। এদিন মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় বিভিন্ন ফলা দিয়ে অরণ্যষষ্ঠী দেবীর পূজার আয়োজন করেন এবং ষাট ষাট বলে সন্তানের গায়ে ও গৃহে শান্তির জল ছিটিয়ে দেন। মায়েদের মধ্যে অনেকেই আবার মা অরণ্যষষ্ঠীর ব্রত পালন করতে দেখা গেছে।
প্রতি বছরই জ্যৈষ্ঠমাসে জামাইষষ্ঠী উৎসব পালিত হয়ে থাকে। এই উৎসব অরণ্যষষ্ঠী ব্রত হিসেবে পালিত হলেও উৎসবটি জামাইষষ্ঠী হিসেবেই পরিচিতি পেয়ে আসছে প্রতিটি পরিবারে। এই উৎসবকে কেন্দ্র করে মেয়ে, জামাইদের শ্বশুরবাড়ির সাথে একটি সেতুবন্ধন সৃষ্টি হয়। বিশেষ করে এই অরণ্যষষ্ঠী বা জামাইষষ্ঠীর দিনে সনাতন ধর্মাবলম্বীদের অনেক জামাতা তাদের বউ-ছেলে-মেয়ে নিয়ে মহাআনন্দে শ্বশুরবাড়ি আসেন। আর শাশুড়িদের হাতে ধন্য দূর্বা আর মা ষষ্ঠীর ষাটের জল নিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
জামাইষষ্ঠীর দিনে শ্বশুরবাড়ির লোকেরা মেয়ে জামাইয়ের খুশির লক্ষ্যে আয়োজন করেন মণ্ডা, মিঠাই, আম, কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন উপাদেয় খাদ্য। সামর্থ্য অনুযায়ী মেয়েজামাইকে প্রদান করেন নতুন জামা-কাপড়। তদ্রূপ জামাইও সামাজিকতা রক্ষায় শ্বশুরবাড়িতে নিয়ে আসেন আমণ্ডকাঁঠাল থেকে শুরু করে মিষ্টি দ্রব্য। কেউ কেউ এদিন শ্বশুর-শাশুড়িকে নতুন বস্ত্র দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
তবে পূর্বে মেয়ে জামাইগণ যেভাবে দুহাত ভরে জিনিসপত্র নিয়ে জামাইষষ্ঠীতে শ্বশুর বাড়িতে উপস্থিত হতেন। জামাইষষ্ঠী বর্তমানে আর তেমনভাবে তা চোখে পড়ে না। ইচ্ছে থাকা সত্ত্বেও জিনিসপত্রের অস্বাভাবিক দাম আর সময়স্বল্পতায় জামাইদের শ্বশুরবাড়িতে আসার অনীহা দেখা যায় অনেক বেশি। তারপরও অনেক পরিবারেই জামাইষষ্ঠীর এই প্রথা বা নিয়ম পালিত হয়ে আসছে মহানন্দে।
গতকাল সনাতন ধর্মাবলম্বীদের জামাইষষ্ঠী বা অরণ্যষষ্ঠী ব্রত পালন করতে দেখা গেছে। এদিন মায়েরা সকালে স্নান করে পুত-পবিত্র হয়ে পুকুরে বা নদীতে মেয়েজামাই বা সন্তানদের মঙ্গল কামনায় ষাটের জল ভরেন এবং মা অরণ্যদেবীর ব্রত পালন করেন।