প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের দলিল লেখক আঃ রহমানের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য আবদুর রহমান রহমত (৫৬) গতকাল সোমবার ভোর ৫টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ভোটাল গ্রামের মিজি বাড়ি নিবাসী ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন শনিবার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন তিনি। তাৎক্ষণিক তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিন বাদ জোহর ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন মাঠে ১ম জানাজা, বাদ আসর আস্টা বাজারে এবং মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কর্মজীবনে তিনি ফরিদগঞ্জ বাজারের মাদ্রাসা মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। পর্যায়ক্রমে তিনি আস্টা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং আস্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন। এছাড়া ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক।
আবদুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস, দলিল লেখক সমিতি, আস্টা বাজার ব্যবসায়ী কমিটিসহ বিভিন্ন ব্যক্তি ও অঙ্গ-সংগঠন গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।