বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুরে ২৮ ধরনের দেশি ফল নিয়ে পুলিশের উৎসব

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ২৮ ধরনের দেশি ফল নিয়ে পুলিশের উৎসব

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে নানা ধরনের দেশি ফল নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্স ড্রিলসেডে গ্রীষ্মকালীন এ ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য। এজন্যে আমাদের জেলা পুলিশের সদস্যদের জন্যে গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করা হয়েছে। কারণ এ মৌসুমে এই ফলমূলগুলো বেশি পাওয়া যায়। এখানে তারা বিভিন্ন ধরনের দেশীয় ফলের স্বাদ নিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের সঙ্গে পরিচয়ও হবে।

উৎসবে কাঁঠাল, জাম, পেয়ারা, লটকন, তরমুজ, আনারস, পেঁপে, কামরাঙা, কলা, তালের শাঁস, আনার, জামবুরাসহ ২৮ ধরনের দেশীয় ফলমূল নিয়ে এই আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, জেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়