বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন শাহতলীতে দুটি সপ্রাবি সুপেয় পানির হাউজ করার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন শাহতলীতে দুটি সপ্রাবি সুপেয়  পানির হাউজ করার সিদ্ধান্ত

চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন পিডিপি-৪-এর আওতায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিকাদারের মাধ্যমে সুপেয় পানির হাউজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল ১০ জুন সোমবার ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির হাউজ করার জন্যে স্থান পরিদর্শন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মোঃ রোমান খান।

স্থান নিধারণ শেষে ঠিকাদার কর্তৃক গতকাল ১০ জুন থেকেই ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির হাউজ নির্মাণ করার কাজ শুরু হয়েছে। পরবর্তীতে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির হাউজের কাজ করবে।

এ ব্যাপারে চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল জানান, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির হাউজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোমলমতী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা সুপেয় পানি পান করতে পারে। টেন্ডারপ্রাপ্ত ঠিকাদার ওই কাজগুলো করবে। শিক্ষা প্রতিষ্ঠান এ ক্ষেত্রে সহযোগিতা করবে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদীর অনুরোধেই উক্ত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির হাউজ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারী শিক্ষক মেহেরুননেছা, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা আক্তার, সহকারী শিক্ষিকা সাহিনা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাস মিজি, সহকারী শিক্ষিকা মোহসেনা আক্তার, রুকাইয়া খাতুন, তানিয়া আক্তারসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়