প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০
গণমাধ্যমের কারণে সমাজের অসংগতি দূর হয়, উন্নয়নের প্রতিফলন ঘটে
-----------------খাজে আহমেদ মজুমদার
দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জুন সোমবার দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরামের আয়োজনে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার।
দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে, ফলে সমাজ ও জাতি জাগ্রত হয়। গণমাধ্যমের কারণে সমাজের অসংগতি দূর হয়, উন্নয়নের প্রতিফলন ঘটে। সাংবাদিকদের সত্য লেখনীর মাধ্যমে বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান নবনির্বাচিত এই জনপ্রতিনিধি।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমকে মানিক পাঠানের সভাপতিত্বে ও যায়যায়দিনের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সফিয়ান শাহীন, সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান, ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
আলোচনা সভা শেষে ফরিদগঞ্জের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে অতিথিবৃন্দ যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।