প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহে আলোচনা সভা, পুরস্কার ও র্যালি
‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। ১০ জুন সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। সভায় বক্তব্য রাখেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহজাহান পাটোয়ারী ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হাসান খান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে কর্মদক্ষতার ভিত্তিতে উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত।
শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একদিনে ২য় সর্বোচ্চ কর আদায়কারী হয়েছেন আবদুল মান্নান মিয়া, (সূচীপাড়া ইউনিয়ন ভূমি অফিস ও টামটা ইউনিয়ন ভূমি অফিস-অতিরিক্ত দায়িত্ব)। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও একদিনে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী হয়েছেন পৌর ও মেহের দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের সাহাদাত হোসাইন। শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন কর আদায়কারী নির্বাচিত হয়েছেন রাগৈ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন। ভূমি উন্নয়ন কর সম্পর্কে সর্বোত্তম প্রচারকারী ও সেবাদানকারী হয়েছেন সাহাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল বাশার। শ্রেষ্ঠ উদ্যমী ভূমি উন্নয়ন কর আদায়কারী হয়েছেন সাহাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সমীর রঞ্জন বর্ধন। এরা সকলে পুরস্কৃত হয়েছেন। আর ভূমি উন্নয়ন কর আদায়ে অনন্য অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন চিতোষী পূর্ব ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রসন্নপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল ওয়াকিল এবং উপজেলা ভূমি অফিস কম্পিউটার অপারেটর মেহেদী হাসান।
এছাড়া উপজেলা রাজস্ব প্রশাসনে কর্মরত ভূমি উন্নয়ন কর আদায় তথা সরকারের রাজস্ব আদায়ে অনন্য অবদান রাখায় অফিস সহকারীবৃন্দসহ অন্যান্য কর্মচারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।