শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০

মিথ্যা অভিযোগে হয়রানি হচ্ছেন বাগাদী ইউনিয়নের চার গ্রামের সাধারণ মানুষ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
মিথ্যা অভিযোগে হয়রানি হচ্ছেন বাগাদী ইউনিয়নের চার গ্রামের সাধারণ মানুষ

সরওয়ার আলম নামে এক ব্যক্তি কর্তৃক বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ও হয়রানিতে অতিষ্ঠ চার গ্রামের সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা। হয়রানির শিকার এসব মানুষ ওই ব্যক্তির হাত থেকে বাঁচতে পুলিশ সুপারের কাছে পরিত্রাণ চেয়ে অভিযোগ করেছেন।

পুলিশ সুপার বরাবর অভিযোগ ও বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সরওয়ার আলম চাঁদপুর থানা, আদালত ও পুলিশ সুপারের কার্যালয়ে এলাকার গণ্যমান্য ও অসহায়, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন ব্যক্তির নামে কাল্পনিক ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে। তার এসব অভিযোগ ও মামলার কারণে নানুপুর, পশ্চিম সকদী, সকদি রামপুর ও মমিনপুরসহ পাশর্^বর্তী গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ।

তার অধিকাংশ অভিযোগ হচ্ছে বিভিন্নজনের কাছে বিভিন্ন অংকের টাকা সে পাওনা রয়েছে এবং লোকজন অভিযোগকারী সরওয়ারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অথচ এসব অভিযোগ ও মামলা যা পরবর্তীতে পুলিশের তদন্তে ও আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতে তার দায়েরকৃত এ ধরনের বেশ কটি মামলা নথিজাত করা হয়েছে। এখনো এলাকার অনেকের নামে বেশ ক’টি মিথ্যা অভিযোগ ও মামলা থানা এবং কোর্টে চলমান রয়েছে বলে এলাকাবাসী জানান। সিআইডিতেও এ রকম অভিযোগ তদন্তাধীন রয়েছে। এলাকাবাসী আরো জানান, সরওয়ার অনেকের কাছে টাকা দাবি করে। কেউ দাবিকৃত টাকা না দিলে তার কাছে টাকা পাওনা রয়েছে বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার এ ধরনের হয়রানিতে এলাকার সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। কেউ তার বিরুদ্ধে কথা বললে সে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয় কিংবা অভিযোগ দিয়ে হয়রানি করে। জানা যায়, তার দুই স্ত্রী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে ছেড়ে চলে গেছে। সেই স্ত্রীরাও তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছে।

এ ব্যাপারে বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল বলেন, সরওয়ার অরিজিনালি টাউট। আমার কাছে এ রকম অভিযোগ নিয়ে আসলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। সে অনর্থক প্রশাসন ও নিরীহ মানুষদের হয়রানি করছে।

চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপি নেতা আফজাল হোসেন জানান, এই সরওয়ার আলম আমার কাছে টাকা পাওনা দাবি করে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছে। যা পরে তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।

এ ব্যাপারে সরওয়ার আলমের সকল মোবাইল নাম্বারে ও তার বাড়ি গিয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এবং তার সাথে কথা বলা যায়নি।

জানা গেছে, নানুপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন, সরওয়ার আলমের ছোট ভাই কায়েদে আজম ৮৫বছর বয়সোর্ধ্ব সাত্তার মিজিসহ এলাকাবাসী তার হয়রানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা তার গ্রেফতার ও শাস্তি দাবি জানান।

এসব বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম বলেন, আমি কোর্টে সাক্ষী দিতে সুনামগঞ্জ এসেছি। এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। চাঁদপুর এসে বিষয়টির খবর নেব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়