বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০

পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে শুরুতেই অনিয়ম

এম রহমান ॥
পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে শুরুতেই অনিয়ম

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী দারোগা বাড়ি (ডিবি) উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, চলতি বছর দায়িত্বে আসা বিদ্যালয় ম্যানেজিং কমিটি অর্থের বিনিময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের পাঁয়তারা করে আসছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইন্টারভিউতে না টিকলেও অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া হবে। বর্তমানে চতুর্থ শ্রেণির কর্মচারীর ২টি পদে বড় ধরনের অর্থ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে অভিযোগ উঠেছে। গত ৫ জুন ২টি পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু স্থানীয় কোনো লোক এই নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা না পেয়ে বিভিন্ন মন্তব্য করেন।

এমপিও নীতিমালা ২০২১ ও পরিপত্র নং ৩৭.০০.০০০.০৭৮.০০২.০০২.২০১৬.০৬ তারিখ ১০.০১.২০২৪-এর ২.২ ধারা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি জনবহুল একটি স্থানীয় ও একটি জাতীয় পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্কুলের ওয়েবসাইটে দেয়ার কথা রয়েছে। কিন্তু বাস্তবে ডিবি স্কুল তার বিপরীতে এমন সব পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে যাতে সাধারণ মানুষের নজরে না পড়ে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন বলেন, পত্রিকায় দেয়ার আগেই ২ পদে অর্থের বিনিময়ে লোক নেয়া হয়ে গেছে। না হলে ৫ জুন কোন্ পত্রিকায় নিয়োগ দেয়া হয়েছে আমরা এখনো জানি না। আমাদের এলাকায় তো প্রার্থী রয়েছে। তারা তো আবেদন করতো বা চেষ্টা করতো। এভাবে গোপনে ম্যানেজিং কমিটি লোক নিয়োগ দেয়ার কারণ কী। তাহলে তাদের পছন্দের লোকজন রয়েছে। না হলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে নিয়োগ দেয়ার জন্য। এজন্যই প্রচারবিহীন পত্রিকায় নিয়োগ বিজ্ঞাপন দেয়া হয়েছে। প্রশাসনের কাছে জনগণের প্রত্যাশা বিষয়টির দিকে সুদৃষ্টি দিবেন। যাতে করে সঠিক নিয়মে যেনো একজন যোগ্য ব্যক্তি নিয়োগ পায়। এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়