প্রকাশ : ১০ জুন ২০২৪, ০০:০০
দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ফরিদগঞ্জে ইকরা মডেল একাডেমির আনন্দ র্যালি
পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার যুগপূর্তির উল্লাস তথা ফাইনালে প্রাথমিক বিদ্যালয় গ্রুপে চাঁদপুর জেলা পর্র্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে আনন্দ র্যালি করেছে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি। রোববার (৯ জুন) সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত এই র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক মাওঃ আবুল কাশেম ফারাবী ও তোহিদুর রহমান রনি।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাকির হোসেন বলেন, ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির শিক্ষার ক্ষেত্রে এক বড় অর্জন বিতর্কে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। বিতর্ক এমন একটি শিল্প, যার নিয়মিত চর্চা করলে শিক্ষার্থীদের জ্ঞানতৃষ্ণা বেড়ে যায়। জানার আগ্রহ সৃষ্টির কারণে তাকে বইপ্রেমী করে তোলে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুর কণ্ঠ ও পাঞ্জেরীকে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, মেধা বিকাশে বিতর্কের ভূমিকা অনেক। অভিভাবকদের আরো এগিয়ে আসতে হবে তাদের সন্তানদের শিক্ষা সহায়ক কার্যক্রমে এগিয়ে নিতে।
উল্লেখ্য, শনিবার (৮ জুন) পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি হাজীগঞ্জ বালিকা সরকারি বিদ্যালয়কে সর্বোচ্চ নম্বরের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।