প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০
অ্যাডঃ শাহজাহান আখন্দের মায়ের জানাজা ও দাফন
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ শাহজাহান আখন্দের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে অ্যাডঃ শাহজাহান আখন্দের মা মালেকা বেগম চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দী আখন্দ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
৮ জুন শনিবার মরহুমার নিজ বাড়িতে সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় জেলা আইনজীবী সমিতির সদস্যসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবীগণ।