প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০
ইকরা মডেল একাডেমীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীন বৃত্তি পরীক্ষা-২০২৩-এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শনিবার সকালে চাঁদপুর ওয়্যারলেস বাজার সংলগ্ন ইকরা মডেল একাডেমি মাঠে কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন একাডেমির শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক রোকনুজ্জামান রোকন।
একাডেমীর অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলমগীর গাজী, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম, সমাজসেবক মোঃ আলমগীর আলম মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ একাডেমির শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।