বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

সাক্ষীর বিষয়ে সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে

---------চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আলম সিদ্দীক

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
সাক্ষীর বিষয়ে সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী চাঁদপুরের আয়োজনে পুলিশ-ম্যাজেস্ট্রিসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শনিবার দুপুরে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আলম সিদ্দীক। তিনি তাঁর বক্তব্যে বলেন, মামলার সাক্ষীর বিষয়ে সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে। মামলায় আসা সাক্ষীদেরকে আদালতে উপস্থাপন করতে হবে। যারা সাক্ষী দিতে আসবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদের সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে করে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার না হয়। মামলা নেয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই করে নিতে হবে। দ্রুত প্রসেস পাঠাতে হবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সময়ে বিগত যে কোনো সময়ের তুলনায় মাদক মামলায় ৯০ ভাগ সাজা হচ্ছে।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম, বেগম কামরুন নাহার, কার্তিক চন্দ্র ঘোষ, চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আসিবুল আহসান চৌধুরী, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরসহ জেলার আটটি অফিসার ইনচার্জগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়