প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০
চামড়া সংগ্রহে শাহতলী কামিল মাদ্রাসার মতবিনিময়
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং (ছাত্রাবাস)-এর জন্যে কোরবানি পশুর চামড়া সংগ্রহ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ বিলাল হোসাইন।
মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ আখতার হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোহাম্মদ ইয়াছিন মিয়া, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য হাফেজ মাওঃ জাকির হোসেন তপাদার, গভর্নিং বডির সদস্য মাওঃ হানিফ খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাদ্রাসার সিনিয়র মৌলভী হাফেজ মাওলানা জহিরুল হক, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র মৌলভী মাওঃ মিজানুর রহমানসহ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন মাদ্রাসার ২য় মুহাদ্দিস ইব্রাহিম খলিল, সহকারী অধ্যাপক আরবি মাওঃ কামাল হোসেন, আরবি প্রভাষক মাওঃ এমদাদ উল্লাহ, ইংরেজি প্রভাষক মোহাম্মদুল্লা, মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ এ.এন.এম. হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক মাওঃ বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খানসহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ।