প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ পৌর মেয়রের সাথে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার।
৬ জুন বৃহস্পতিবার রাতে মেয়রের বাসভবনে সাক্ষাৎকালে নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান মেয়র আবুল খায়ের পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন্নাহার অনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সাবেক ছাত্রনেতা শরীফ মৃধা প্রমুখ।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদের আওতায় গত ৫ জুন বুধবার ৪র্থ ধাপে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।