প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরামের সভাপতি পিএম বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, সাংস্কৃতিক সংগঠক দিলীপ ঘোষ ও দীপ্ত বাংলা সভাপতি ফারুক ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম রনি, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, এখন টিভির চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিনিধি খোকন কর্মকার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, পত্রিকাটি সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। এই পত্রিকাটির জন্য আমরা সবসময় সাফল্য কামনা করি। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।