বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০

বিদায়ী শিক্ষককে খুদে শিক্ষার্থীদের উপহার

কামরুজ্জামান টুটুল ॥
বিদায়ী শিক্ষককে খুদে শিক্ষার্থীদের উপহার

খুদে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের বিদায় বেলায় উপহার স্বরূপ দিলো ছোট একটি পানির মগ। দাম মাত্র ৩শ’ টাকা। এই ৩শ’ টাকার মগটি হাতে নিয়ে বক্তব্য প্রদানকালে বিদায়ী শিক্ষক মোঃ সফিকুর রহমান বলেন, এটির দাম আমার কাছে কোটি টাকার সমান। এই ছোট বাচ্চারা আমাকে যে সম্মান দিয়েছে বা পেয়ে পেয়ে আমি গর্বিত। এ সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন। এমনটাই বলে আবেগাপ্লুত হয়ে পড়লেন টানা ৩৬ বছর ধরে শিক্ষকতা পেশায় জড়িত থাকা শিক্ষক মোঃ সফিকুর রহমান। এমনকি যে বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়ে শিক্ষকতা পেশায় নিজেকে জড়িয়েছেন সেই একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরে গেলেন তিনি। আরো বিস্ময়ের বিষয় হলো মোঃ সফিকুর রহমান শিক্ষকতা পেশার শুরুতে যে ব্যাচগুলো পেয়েছেন সেই ১৯৯১, ১৯৯২ ও ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন আর স্মৃতিচারণ করেছেন।

দুই কন্যা সন্তানের জনক মোঃ সফিকুর রহমান সাড়ে ৩৬ বছরের শিক্ষকতা পেশা থেকে গত ৩১ মে অবসর নেয়ার সময় প্রধান শিক্ষক পদে আসীন ছিলেন হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত ৩১ মে বিদ্যালয় ক্যাম্পাসে এই মহান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জেলা শিক্ষক সমিতির গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু সাইদ চৌধুরী। বিশেষ অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপ্রধানে এ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহরুল কবির, দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল মাওয়া। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়