শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০

বাগাদী ইউনিয়নে উন্মুক্ত বাজেট : ২ কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার টাকার বাজেট পেশ

সোহাঈদ খান জিয়া ॥
বাগাদী ইউনিয়নে উন্মুক্ত বাজেট : ২ কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার টাকার বাজেট পেশ

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নে উন্মুক্ত বাজেট অধিবেশনে ২ কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট উপস্থাপনপূর্বক বক্তব্যে চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজী (বিল্লাল) বলেন, সরকারের গৃহিত কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখবার জন্যে উন্মুক্ত বাজেট অধিবেশন করা হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্যে রাজস্ব আয় থেকে ৭৩ লক্ষ ৪১ হাজার টাকা ও সরকারি অনুদান থেকে প্রাপ্ত ২ কোটি ২৫ লক্ষ টাকাসহ মোট ২ কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার টাকার বাজেট পেশ করা হলো। আপনারা দেখেছেন ২০১৬ সাল থেকে আমি উন্মুক্ত বাজেট অধিবেশন করে আসছি। সরকারের কাছ থেকে কিছু বিশেষ বরাদ্দ এনেছি, তা আমরা ইউনিয়নবাসীর কল্যাণে ব্যয় করেছি। আমরা যে যে উন্নয়নমূলক কাজ গত অর্থ বছরে করেছি তা আমরা একটি সভা করে আপনাদের কাছে উপস্থাপন করবো। আজকের বাজেট অধিবেশনে আপনাদের প্রস্তাবনা থাকলে আপনারা বলবেন। আপনাদের প্রস্তাব ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।

ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শহীদ আলম পাটওয়ারীর সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন খান, হিসাব সহকারী নুরুন নবী, মহিলা মেম্বার সাহানারা বেগম, পারুল বেগম, আয়েশা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়