প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামপুর গ্রামের দলিল লেখক খোরশেদ আলমের বাড়ির সামনে থেকে আশ্রাফপুর নতুন বাজার সংলগ্ন জোড়পুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। সম্প্রতি বৃষ্টির পানিতে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পড়ে। এ সড়ক দিয়ে ছোট ছোট যানবাহনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আশ্রাফপুর নতুন বাজারে যাওয়া-আসায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রামপুর গ্রামের প্রবাসী জাকারিয়া হোসেন আজাদ ভুক্তভোগী জনসাধারণের যাতায়াতের অসুবিধার কথা তুলে ধরে অতি জরুরি রাস্তাটি পাকাকরণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।