শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০

পুরাণবাজার হরিসভা মদনমোহন মন্দির পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাই
স্টাফ রিপোর্টার ॥

ঐতিহ্যবাহী পুরাণবাজার হরিসভা মদনমোহন মন্দির পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উৎসবমুখর পরিবেশে, ধর্মীয় নিয়মকানুন মেনে পূজা অর্চনার মধ্য দিয়ে পুনঃনির্মাণকৃত মন্দিরের দৃষ্টিনন্দন প্রথম ফ্লোরের ঢালাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঢালাই কার্যক্রমে পৌরোহিত্য করেন মন্দিরের অধ্যক্ষ কেদার নাথ চক্রবর্তী। এ সময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় দেড় শতাধিক বছর পূর্বে বিশিষ্ট ধর্মানুরাগী বন বিহারী তালুকদার পারিবারিকভাবে ঐতিহাসিক ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডে শ্রীশ্রী মদনমোহন মন্দির স্থাপন করেন। তিনি মন্দিরের নিয়মিত পূজা-অর্চনা সম্পন্নের খরচ নির্বাহের লক্ষ্যে মন্দির সংলগ্ন স্থানে দুটি বৃহৎ আকারের পুকুরসহ ১ একর ৯০ শতক সম্পত্তি মন্দিরের নামে দান করেন। পর্যায়ক্রমে কালের প্রবাহে মেঘনার ভাঙ্গনের কারণে হরিসভা সংলগ্ন স্থানে বসবাসরত বৃহৎ জনবসতির অনেকেই এদিক-সেদিক ছড়িয়ে পড়েন। এদের অনেকেই হারিয়ে ফেলেন আশ্রয়ের শেষ ঠিকানা। অবস্থার পরিপ্রেক্ষিতে মন্দির পরিচালনা পর্ষদের আন্তরিক সহযোগিতায় এদের অনেকের স্থান হয় হরিসভা মদনমোহন মন্দিরের ভূমিতে। তাদের সহাবস্থানের কারণে মন্দির প্রাঙ্গণে গড়ে উঠে ব্যাপক জনবসতি। মন্দির পরিচালনা কমিটির আন্তরিক সহযোগিতায় মূল মন্দির সংলগ্ন স্থানে দৃষ্টিনন্দন ১৬ দেবতার মন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমাতার মন্দির, শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রমসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠলেও দেড় শতাধিক বছর পূর্বে স্থাপিত অতি প্রাচীন শ্রীশ্রী মদনমোহন মন্দিরের অবকাঠামো আর পরিবর্তন হয়নি। জরাজীর্ণ ভবনেই পূজিত হয়ে আসছিলেন ভগবান মদনমোহন। অবশেষে গত কয়েকমাস পূর্বে মন্দিরের ভগ্নদশা পরিবর্তনের মানসিকতা নিয়ে এগিয়ে আসেন পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালী মাতা মন্দিরের ভক্তবৃন্দরা। তারা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের অনুমতিক্রমে পুরাণবাজারসহ দেশ-বিদেশে অবস্থানরত ভক্তপ্রাণ মানুষের সহযোগিতায় অত্যাধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে মন্দির পুনঃনির্মাণ কাজ শুরু করেন। যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। নির্মাণ কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের কথা অনুয়ায়ী, সকলের সহযোগিতা যদি অব্যাহত থাকে এবং পরিকল্পিত নকশা অনুযায়ী যদি মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করা যায়, তাহলে সৌন্দর্যের দিক থেকে পুরাণবাজার শ্রীশ্রী মদনমোহন মন্দিরটি হবে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ আধুনিক দৃষ্টিনন্দন মন্দির।

নির্মাণ কমিটি মন্দির পুনঃ নির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়