বুধবার, ১২ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০

আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা , দোয়া ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, নজির আহমেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আবু সুফিয়ান, যুবলীগের হাজী সফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম। পরে ওলামা লীগের সভাপতি মাওঃ মিজানুর রহমান খন্দকার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, কদিন পূর্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে ফরিদগঞ্জে আওয়ামী লীগের দীর্ঘদিনের মধ্যকার গ্রুপিংয়ের অবসান হয়ে ঐক্যের যেই সুবাতাস শুরু হয়ে হয়েছে। আজ আওয়ামী লীগের জন্মদিনে সেই বাতাস বইছে। আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল বলেই আজ আমরা এই দলের গর্বিত সদস্য। আওয়ামী লীগের কর্ণধার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এখন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম দায়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছি। এসব উন্নয়নকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। একই সাথে ফরিদগঞ্জ আসনটিতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো। নেত্রী যাকে দলীয় মনোনয়ন দিয়ে পাঠাবেন, আমরা তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবো। আজকের এই জন্মদিনে আমরা সকলে মিলে এই শপথ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়