প্রকাশ : ২২ জুন ২০২২, ০০:০০

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়ার উপজেলার খাজুরিয়া এলাকা থেকে অলি হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ রাজ্জাক আহাম্মদ সঙ্গীয় ফোর্স রিলাক্স বাসে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অলি হোসেন কুমিল্লা জেলার বিপাড়া উপজেলার তেতাভূমি এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।