প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০

দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকায় মাদক কারবারীর বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রুহুল আমিন এবং ভোরের কাগজ ও কুমিল্লার কাগজ পত্রিকার প্রতিবেদক এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জজ আদালতে দায়ের করা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলাটি প্রত্যাহারের দাবিতে গত ২ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও ভোরের কাগজের চাঁদপুর প্রতিবেদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর পদেক্ষপ গ্রহণ করবে। বক্তারা আরো বলেন, এই মাদক কারবারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। না হলে এই দেশের যুবসমাজ অচিরেই ধ্বংসের দিকে ধাবিত হবে। দেশ থেকে মাদক মুক্ত করতে হলে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই সাংবাদিকদের উপর কোনো অন্যায় অবিচার করতে পারবে না। তাই আবারও বলছি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন আহম্মেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শরীফ আহমেদ, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।