প্রকাশ : ১৩ মে ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১২ মে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করে তাদের বিভিন্ন চাহিদা ও দাবি তুলে ধরেন। বক্তব্য শেষে আনসার ভিডিপির সদস্যদের মাঝে বাইসাইকেল, ছাতা, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার উজ্জ্বল কুমার পাল, উপজেলা কমান্ডার এটিম শাহ আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম গাজী, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষকা সৌভাগ্য রাণী প্রমুখ।