শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০

ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান অব্যাহত রয়েছে। ১১ মে জেলা প্রশাসন চাঁদপুর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ অভিযানে শহরের বাসস্ট্যান্ড ও পুরাণবাজার এলাকায় পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন। অভিযান চলাকালে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা এবং জেলা পুলিশের সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে তিন ব্যবসায়ী যথাক্রমে রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারকে ২ হাজার টাকা, একজন খোলা তেল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা এবং পদ্মা ভা-ারকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

নায্যমূল্যে সয়াবিন তেল বিক্রি করতে, ক্রয় ও বিক্রয় রসিদ সংরক্ষণ এবং অবৈধভাবে তেলের মজুদ না রাখতে ব্যবসায়ীদের কঠোরভাবে সচেতন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়