প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ বাজারে প্রবেশপথে রাস্তার উপর দীর্ঘদিন থেকে পড়ে আছে পানি উন্নয়ন বোর্ডের একটি রেইনট্রি গাছের বেশ কয়েকটি টুকরো। ঘূর্ণিঝড়ে পড়া ওই গাছের টুকরোগুলো রাস্তা থেকে না সরানোর কারণে চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে স্থানীয়রা বলছেন, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা পানি উন্নয়ন বোর্ডের পড়ে থাকা ওই গাছের টুকরোগুলো জনস্বার্থে সরানোর জন্যে মূলত দায়িত্ব কার? ছবি ও প্রতিবেদন : এমকে মানিক পাঠান।